লটকন আমাদের দেশী ফল। লটকন বাংলাদেশের সুপরিচিত কিন্তু অপ্রচলিত ফল।
লটকন গাছঃ
বাংলা নামঃ লটকন/লটকা
ইংরেজী নামঃ Burmese grape
বৈজ্ঞানিক নামঃ Baccaurea ramiflora
পরিবারঃ Phyllanthaceae
লটকন ফলঃ
অন্য যে নামঃ
চট্টগ্রামে হাড়ফাটা, সিলেটবাসী বুবি আর ময়মনসিংহবাসী ডাকে কানাইজু নামে। এছাড়া লটকা, লটকাউ, কিছুয়ান নামেও এটি পরিচিত।
লটকনের কোয়াঃ
জাতঃ
লটকনের স্থানীয় ও বন্য অনেক জাত থাকলেও অনুমোদিত জাত হল বারি লটকন-১। বারি লটকন-১’ জাতটি বাংলাদেশে চাষের জন্য ২০০৮ সালে অনুমোদন করা হয়। এটি একটি মাঝ মৌসুমী জাত। জুলাই মাসের শেষ সপ্তাহে এর ফল পরিপক্কতা লাভ করে। এটি একটি নিয়মিত ফলদানকারী উচ্চ ফলনশীল জাত। লটকনের এ জাতটি বাংলাদেশের সর্বত্র চাষ উপযোগী। সখের বসে হলেও কেউ লটকন চাষ করতে পারেন।
যেখানে ভাল জন্মেঃ
বুনো বুবি আজকে আমাদের অর্থকরী ফসল। উতপাদন হয় সিলেট, টাঙ্গাইল, নরসিংদী, নেত্রকোনা, ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাজীপুরসহ অন্যান্য জেলায়।
ঝাঁকে ঝাঁকে লটকনঃ
সবশেষেঃ
বেশি করে লটকন খান
ভিটামিন সি ও ভিটামিন বি এর চাহিদা মেটান।
লটকন বিকিকিনিঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন